শান্তির বাজার মহকুমার অন্তর্গত মহানন্দ বৈষ্ণব পাড়ায় প্রধানমন্ত্রী সড়ক যোজননায় বীরচন্দ্র মনুরমুখ রোড টু নিশিকান্ত মুড়াসিং পাড়া পর্যন্ত ৪ পয়েন্ট ৪৬৪ কিলোমিটার রাস্তা নির্মান করাহয়। ঠিকেদার কিশোর রায় এই রাস্তার নির্মান করে। রাস্তা নির্মানকাজের পর বর্তমান সময়ে নতুন করে রাস্তা সংস্কার করাহয়। কিন্তু এই রাস্তা নির্মান থেকে শুরু করে সংস্কার পর্যন্ত কাজের গুনগত মান ছিলো খুবই নিম্নমানের এমনটাই অভিযোগ স্থানীয়দের। এতেকরে রাস্তা সংস্কারের কিছুদিনের মধ্যে রাস্তাটি ভেঙ্গে পরছে। এতেকরে যান চলাচল থেকে শুরুকরে লোকজনেরা যাতয়ত করতে অসুবিধার সন্মুখিন হতেহচ্ছে। ঠিকেদার কিশোর রায় শান্তির বাজার মহকুমায় যেসকল কাজকরছে সেই সকল কাজের নানান অভিযোগ উঠেআসছে। সবকয়টি কাজ নিম্নমানের করে প্রচুর পরিমানে অর্থ লুটপাট করছে ঠিকেদার কিশোর রায় এমনটাই অভিযোগ এলাকাবাসীর। বর্তমানসময়ে এই রাস্তা ভেঙ্গেযাওয়াতে ক্ষোভপ্রকাশ করেছেন স্থানীয়রা। সকলে চাইছে দ্রুততার সহিত গুনগত মান বজায় রেখে রাস্তাটি নির্মানকরাহোক ও ঠিকেদার কিশোর রায়ের সব কয়টি কাজের গুনগত মান সঠিক হচ্ছেকিনা তা যাচাইকরাহোক।বীরচন্দ্র মনুরমুখ রোড টু নিশিকান্ত মুড়াসিং পাড়া যাতায়তের রাস্তা ভগ্ন দশায় পরিনত হয়ে রয়েছে!

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post মৌমাছির আতঙ্কে কয়েক হাজার মানুষ !
Next post মন্ত্রীর সাথে একই মঞ্চে মাদক মাফিয়া! আবারো বিতর্কে মন্ত্রী বিকাশ দেব্বর্মা
%d bloggers like this: