এক অভিনব কায়দায় স্কুল পড়ুয়াদের প্রতিবাদ l স্কুলে বিষয় শিক্ষক নিয়োগের দাবিতে সোচ্চার এবার হল ঋষ্যমুখ ব্লকের মানিরাম বাড়ি দ্বাদশ স্কুলের পড়ুয়ারা। বুধবার বইয়ের ব্যাগ রাস্তায় রেখে তারা সোচ্চার হয়। এক সপ্তাহের মধ্যে এই নিয়ে দুবার পড়ুয়ারা রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করে। এদিন পড়ুয়াদের বিক্ষোভে আটকে পড়ে বিএসএফ জওয়ানরাও। অনুরোধ সত্বেও পড়ুয়ারা অনড় থাকে তাদের দাবিতে। অথচ রাজ্য শিক্ষা দপ্তরের কোনও হেলদোল নেই এব্যাপারে। এখন দেখার দফতর কি পদক্ষেপ নেয় l

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post প্রয়াত পদ্মশ্রী থাঙ্গা ডারলং’র বাড়িতে গেলেন বিরোধী দলনেতা
Next post ফিল্মি কায়দায় নিজের স্ত্রীকে *খুন! পলাতক স্বামী
%d bloggers like this: