আবারো কংগ্রেসের বাইক মিছিলে হামলার ঘটনা l আহত হয় কংগ্রেসের পর্যবেক্ষক ডঃ অজয় কুমার সহ এক কর্মী lআসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে অনুমতি নিয়েই বুধবার বাইক রেলি করছিল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস l এদিন বিভিন্ন জায়গায় বাইক রেলি করে মজলিসপুর বিধানসভার অন্তর্গত মোহনপুর এলাকায় কংগ্রেসের বাইক রেলিটি আসা মাত্রই তাদের উপর আক্রমণ করে বিজেপি কর্মীরা l এর নেতৃত্বে ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী l এদিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এমনটাই জানালেন কংগ্রেসের পর্যবেক্ষক ডঃ অজয় কুমার l তিনি বলেন, প্রথমে তাদের উপর ইট পাঠকেল ছোড়া হয় l এরপর তাদের উপর লাঠি দিয়ে আঘাত করা হয় l এই এক জন কংগ্রেস কর্মী আহত হয়l এই ঘটনায় কিছুই বুঝে উঠতে পারছেন না বলে জানান তিনি l