বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আজ মঙ্গলবার ঊনকোটি জেলা ও আরক্ষা প্রশাসনের উদ্যোগে ফ্ল্যাগ ও রোড মার্চ অনুষ্ঠিত হয় এর রোড মার্চটি কৈলাশহর চিড়াকোটি ট্রাই জংশন থেকে শুরু করে কৈলাশহর সেন্ট্রাল রোড,গার্লস স্কুল রোড, থানা রোডে এসে মিলিত হয় এই রোড মার্চটিতে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা শাসক ডঃ বিশাল কুমার,ঊনকোটি জেলা পুলিশ সুপার কান্তা জাঙ্গির,মহকুমা,অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুব নাথ,কৈলাশহর থানার ওসি বিজয় দাস,মহিলা থানার ওসি রিঙ্কি দেববর্মা, DSP, ও মহকুমার শাসক সহ বিশাল পুলিশ ও SSB ফোর্স