শনিবার মেলাঘর এলাকায় সুব্রত দেব নামে ৪০ বছরের বিজেপি প্রধানকে ভেধরক মারধরের অভিযোগ তিন থেকে চার জন সিপি আই এমের কর্মীদের বিরুদ্ধে।। সুব্রত দেব অভিযোগ করেন মেলাঘর বাজারে দাঁড়িয়েছিলেন তিনি।। এরই মধ্যে তিন থেকে চারজন সিপি আই এমের কর্মী তাকে মারধর করে এবং মাথায় আঘাত করে এতেই রক্তাক্ত হন বিজেপির প্রধান সুব্রত দেব।।পরে অন্যান্য বিজেপি কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে রক্তাক্ত অবস্থায় বিজেপি প্রধানকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান।। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালের রেফার করা হয়।। বর্তমানে সুব্রত দেব জিবি হাসপাতালে চিকিৎসাধীন।। বিজেপির প্রধান সুব্রত দেব জানান এই আক্রমণের পর স্থানীয় বিজেপি কার্যকর্তারা তিন থেকে চার জন সিপি আই এমের কর্মীদের বিরুদ্ধে থানাতে মামলা দায়ের করেন।। নির্বাচনের পর রাজ্যের বিভিন্ন স্থানে রাজনৈতিক সংঘর্ষ দিন দিন বৃদ্ধি পাচ্ছে।। পুলিশ প্রশাসন এবং কেন্দ্রীয় বাহিনী কোনভাবেই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারছেন না।