নেতাদের উপস্থিতিতে বৃদ্ধা মহিলা সহ কয়েকজনের উপর হামলা। ঘটনা বৃহস্পতিবার সকালে কমলাসাগর বিধানসভার পূর্ব গকুলনগর এলাকায়। অভিযোগ, জমির দালাল বলে পরিচিত নেতা হরেকৃষ্ণ, পরিতোষ, দিপ্তনুরা এদিন পূর্ব গকুলনগরে নারায়ন দত্তের জমি দখল করতে আসেন। নারায়ন দত্ত হাসপাতালে চিকিৎসাধীন৷ সরকারি একটি জমি দীর্ঘ বছর ধরেই নারায়ন দত্তের দখলদার। ডিএম, এসডিএম, পঞ্চায়েত সবাই জানেন। সরকারি নথিপত্রও আছে। বৃহস্পতিবার সকালে নাকি আচমকায় জমির দালালরা এসে টিনের বেড়া, পিলার ভাংচুর শুরু করেন। তখন নারায়ন দত্তের আত্মীয় দিপ্তি রানী দাস(৫০) বাধা দিতে আসেন। অভিযোগ তখনই দালালরা উনার উপর হামলে পড়েন। বৃদ্ধাকে বাচাতে এসে গোবিন্দ দাস, কৃষ্ণ দাস ও কাজল দাসও আহত হয়। বিশালগড় মহকুমা হাসপাতালে চিকিৎসা সেরে তারা বিশালগড় থানায় দারস্থ হন।