বর্তমান রাজ্য সরকারের একটাই লক্ষ নেশা মুক্ত ত্রিপুরা গড়া । আর সেইলক্ষেই কাজ করে চলেছে রাজ্য সরকারের পুলিশ প্রশাসন l এরই পরিপ্রেক্ষিতে রাজ্য পুলিশ ওয়েস্ট ডিস্ট্রিক্ট থেকে সিপাহীজলা ডিস্ট্রিক্ট পর্যন্ত বাইক র্যেলির মাধ্যমে নেশা মুক্ত ত্রিপুরা গড়ার সচেতনতা বার্তা ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে। এরই অঙ্গ হিসাবে রবিবার সকালে রাজধানীর উমাকান্ত স্কুল মাঠ থেকে একটি বাইক র্যেলির সূচনা হয় l রেলির সূচনা করেন রাজ্য পুলিশের আই জি এম ডারলং। এছাড়াও অন্যান্য পুলিশ আধিকারিকরা উপস্থিত ছিলেন l