পঞ্চায়েত সচিবের কাছ সদুত্তর না পেয়ে পঞ্চায়েতে তালা দিল গ্রামবাসীরা l ঘটনা শনিবার কৈলাসহরের শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতে।নয় দফা দাবিতে পঞ্চায়েত সচিবের কাছে ডেপুটেশন প্রদান করে কোন ধরনের সদুত্তর না পাওয়ায় ক্ষুব্ধ গ্রামবাসীরা পঞ্চায়েত সচিব সহ পঞ্চায়েতের চারজন সরকারি কর্মচারীকে পঞ্চায়েত অফিসের ভিতরে রেখে তালাবন্ধী করে বিক্ষোভ প্রদর্শন কর। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ইরানি থানার পুলিশ এবং টি.এস.আর বাহিনী। এই ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। উল্লেখ্য, কৈলাসহরের গৌরনগর ব্লকের অধীনে অবস্থিত শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতটি শাসক বিজেপি দল পরিচালিত গ্রাম পঞ্চায়েত। কোন রাজনৈতিক দলেরই ম্যাজিক ফিগার না থাকায় দীর্ঘদিন ধরে শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতটি পঞ্চায়েত সচিবের অধীনেই ছিল। বিগত দুই মাস পূর্বে কংগ্রেস দলের এক নির্বাচিত পঞ্চায়েত সদস্য বিজেপি দলে সামিল হওয়ায় দুই মাস ধরে শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতটি বিজেপি দল পরিচালনা করছে এবং বিজেপি দলের পক্ষ থেকে সিরাজ মিঞা প্রধান হিসেবে পঞ্চায়েত পরিচালনা করছে ন। এদিন শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতের সি.পি.আই.এম দুই পঞ্চায়েত সদস্য তুয়াকুল আলী ও মুজিব আলী এবং কংগ্রেস দলের পঞ্চায়েত সদস্য আব্দুল সালাম সহ গ্রামবাসীরা একত্রিত হয়ে নয় দফা দাবিতে মিছিল করে পঞ্চায়েত অফিসে এসে পঞ্চায়েত সচিব নানু মিঞার সাথে ডেপুটেশনে মিলিত হয়।এদিকে ডেপুটেশন এবং অফিস তালাবন্ধীর ব্যাপারে জিজ্ঞেস করলে পঞ্চায়েত সচিব নানু মিঞা জানান , ডেপুটেশনের নাম করে হঠাৎ করে অফিসে মানুষ জন এনে অফিসের ভিতরে ঢুকে গালিগালাজ করে অফিসের ভিতরে রেখে দিয়ে অফিস তালাবন্ধী করে দেয়। অফিস তালাবন্ধীর ঘটনা গৌরনগর ব্লকের বিডিও সহ দপ্তরের আধিকারিকদের জানানো হয়েছে বলে তিনি জানান।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post শনিবার রাধা অষ্টমী উৎসব
Next post ২৪শে সেপ্টেম্বর এন এস এস দিবস পালন করা হবে
%d bloggers like this: