সরকারি উন্নয়নের হস্তক্ষেপ পরেনি, এমনই একটি জলাশয় হল শহরের ভট্টপুকুর এলাকার জলাশয়টি। সরকারি ভাবে সংস্কারের অভাবে দীর্ঘদিন ধরেই এই জলাশয়টি স্থানীয়দের ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে রয়েছে। এলাকাটি রাজ্য বিধানসভার বড়দোয়ালি কেন্দ্রের অন্তর্গত। তাই বিধানসভা নির্বাচনের আগে নির্বাচনী ভোট প্রচারে তৎকালীন বিজেপি মনোনীত প্রার্থী তথা রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা এলাকায় গেলে তখন স্থানীয়রা দাবী জানান জলাশয়টি সংস্কার করে স্থানীয়দের ব্যবহারের যোগ্য করে দেওয়ার। সেদিন মুখ্যমন্ত্রী নাগরিকদের প্রতিশ্রুতি দিয়েছিলেন সরকার দ্বিতীয়বার পুনঃ প্রতিষ্ঠিত হলে, তাদের এই দাবি অগ্রাধিকারের ভিত্তিতে পূরণ করা হবে। অবশেষে সরকার এল। দ্বিতীয়বারের মতো আবারো মুখ্যমন্ত্রী হলেন এই কেন্দ্রর নির্বাচিত বিধায়ক তথা ডঃ মানিক সাহা। তাই দ্বিতীয়বারের মতো ক্ষমতায় এসেই মুখ্যমন্ত্রী ভট্টপুকুর এলাকার নাগরিকদের দেওয়া প্রতিশ্রুতি রুপায়নের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে পৌরনিগমকে নির্দেশ দেন। মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়ে মঙ্গলবার জলাশয়টি পরিদর্শন করেন মেয়র দীপক মজুমদার। পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব, স্থানীয় কর্পোরেটর সহ এলাকার নাগরিকদের সাথে নিয়ে এদিন জলাশয়টি নাগরিকদের সাথে কথা বলেন মেয়র। তিনি আসার দিন খুব শীঘ্রই এলাকার নাগরিকদের ব্যবহারের যোগ্য করে তোলা হবে এই জলাশয়টি।এর জন্য এলাকার নাগরিকদের সম্পূর্ণ সহযোগিতা চাইলেন তিনি