উওর কলমচৌড়া হাঁসের ডুং গভীর জঙ্গলে এক অজ্ঞাত পরিচয়ের মহিলার পচাঁ গলা মৃতদেহ পরিত্যক্ত জঙ্গলে দেখতে পেয়েছেন।জঙ্গল থেকে শাকসবজি কুরানোর জন্য দুজন ছেলে যায়।ঢেঁকির শাক কুরানোর সময় হঠাৎ করে তাদের সামনে পচা গলা মৃত্য দেহ দেখতে পায়।সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় কলমচৌড়া থানার ওসি সাহেবকে ওসি এবং এস ডি পিও এসে তদন্ত করে এখন পরীক্ষা নিরীক্ষা চলছে।