শান্তিরবাজার মাষ্টার পাড়ায় সকাল আনুমানিক ১১টা নাগাদ রাসমোহন দেবনাথের বাড়িতে আচমকা আগুন লেগে যায়। পরপর ২টি গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। যারফলে ঘরেই আগুনে পুড়ে মৃত্যু হয় গৃহধূ নাম মনিকা দেবনাথ ভৌমিকের(৩৪)। তার স্বামী পুলক ভৌমিক টিএসআর নবম ব্যাটেল্যানে কর্মরত। এদিন পরিবারের অন্যান্যরা উদয়পুর মাতাবাড়িতে আসেন। তখনই এই ঘটনা। ফায়ার সার্ভিসের গাড়ি রাস্তা সরু হওয়ায় ঘটনাস্থলে যেতে পারেনি। এমনকি এলাকায় জলের তীব্র সঙ্কট। আগুন নেভাতে অনেক সমস্যা হয়েছে।