পরীক্ষা হয়েছে অনেক দিন হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত পরীক্ষার ফল প্রকাশ করা হয় নি। পাশাপাশি পরীক্ষার প্রশ্নপত্রে অনেক ভুল ভ্রান্তি ছিল।তাই সমস্ত বিষয় নিয়ে মঙ্গলবার টেট পরীক্ষারর্থীরা টি আর বি টি বোর্ডের কনট্রোলারের সাথে দেখা করে । এদিন উনার সাথে সাক্ষাৎ করার পর এক পরিক্ষার্থী জানায়, গত বছরের ২৯ ও ৩০শে ডিসেম্বর টেট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল রাজ্যে । পরীক্ষার পর তারা এখনো পর্যন্ত আনসার সিট পায়নি ।পাশাপাশি ২০২১ সালের মত তাদের প্রশ্নপত্রেও নানা ভূল ভ্রান্তি ছিল। তাই আমরা আজ টি আর বি টি বোর্ডের কনট্রোলারের সাথে দেখা করে কবে নাগাদ প্রশ্ন পত্রের আনসার সিট দেওয়া হবে, সেবিষয়ে জানতে চাইলে তিনি জানান, এখনো প্রসেসিং চলছে। আরও কিছু দিন সময় লাগবে। আমরা কনট্রোলারের সঙ্গে কথা বলে প্রশ্নপত্রে যে ভুল হয়েছে , তা যাতে তারা আমাদের অভিভাবকের মত হয়ে খাতা দেখে, সেবিষয়ে কনট্রোলারের কাছে আবেদন জানিয়েছে বলে জানান।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post ইপিএফে সুদের হার বাড়ল। মন্দার মাঝেও চাকরিরতদের জন্য সুখবর জানাল ইপিএফও।
Next post এয়োদশ বিধানসভা অধিবেশনে বিরোধী দল আজ বিক্ষোভ দেখান তার জন্য ১০ মিনিট সভা মুলতবি করেন অধ্যক্ষ।।
%d bloggers like this: