পর পুরুষের হাত ধরে পালাতে গিয়ে গ্রামবাসীর হাতে আটক কপোত কাপুতি।ঘটনা এয়ারপোর্ট থানাধীন ছনমুড়ি এলাকার।ঘটনার বিবরণে জানা যায় ছনমুড়ি পঞ্চায়েত এলাকার এক গৃহবধূ কয়েক দিন আগে এক নাগরের হাত ধরে ৫ বছরের এক কন্যা সন্তানকে সঙ্গে নিয়ে পালিয়ে যায়।এবং আজ সন্ধা ৮ টা নাগাদ ছনমুড়ি অর্থাৎ প্রথম স্বামীর বাড়ির সামনে কন্যা সন্তানকে ছেড়ে দিয়ে পুনরায় পালিয়ে যেতে চায় তখনই বিষয়টি গ্রামের লোকরা আচ করতে পারে তাদের আটক করেন।খাবার দেওয়া হয় airport থানায় পর রাত আনুমানিক ৯.৩০ এর দিকে airporth থানার পুলিশ মহিলা পুলিশ সহ ঘটনাস্থলে আসেন এবং তাদের উদ্দার করে নিয়ে যান airport থানায়।কিন্তু এই ঘটনায় কোনো প্রতিক্রিয়া দেন নি airport থানার পুলিশ