শনিবার দুপুরে তেলিয়ামুড়া থানাধীন মহারানীপুর কপালিটিলা এলাকার বাসিন্দা রাখাল ভৌমিক গরু চড়াতে যায় বাড়ির পার্শ্ববর্তী শালবাগানের জঙ্গলে। সন্ধ্যায় জঙ্গল থেকে অন্যান্য লোকজনেরা নিজেদের বাড়িতে চলে আসলেও রাখাল ভৌমিক বাড়ি ফিরেনি। সন্ধ্যার পর রাখাল ভৌমিক বাড়িতে না আসায় বাড়ির লোকেরা বিভিন্ন জায়গায় খোঁজখবর এবং জঙ্গলে তল্লাশি চালায়।সন্ধ্যার পর শালবাগান এলাকায় রাখালের গরুটি পায় বাড়ির লোকজনরা। এরপর রাতে শালবাগান এলাকার থেকে একটু গভীর জঙ্গলে তল্লাশি চালিয়ে মৃতদেহটি দেখতে পায় পরিবারের লোকজনেরা। পরে বাড়ির লোকেরা খবর দেয় তেলিয়ামুড়া বনদপ্তরের কর্মীদের। খবর পেয়ে বন দপ্তরের কর্মীরা রাখালের মৃতদেহটি উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমার হাসপাতালে নিয়ে আসে। বাড়ির লোকজনদের অভিযোগ, রাখাল ভৌমিক জঙ্গলে গরু চরাতে গেলে বন্য দাঁতাল হাতি আক্রমণ করে তার উপর ।সম্ভবত হাতির পদপৃষ্ঠে মৃত্যু হয়। এদিকে রাখালের মর্মান্তিক মৃত্যুর খবর পেয়ে রাখালের বাড়িতে ছুটে যায় ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী বিকাশ দেববর্মা সহ প্রাক্তন মন্ডল সভাপতি নির্মল সরকার এবং টুটন দেব। তার অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের প্রায় দেড় শতাধিক ভোটার নিজ দল ছেড়ে বিজেপি দলে সামিল হয়।
Next post
%d bloggers like this: