২৪শে মার্চ বিশ্ব যক্ষ্মা দিবস। ডাঃ রবার্ট কট ১৮৮২ সালে মাইকোব্যাক্টেরিয়াম যক্ষ্মা আবিষ্কারের কথা ঘোষণা করেন। তিনি দাবি করেছিলেন এই ভাইরাস টিবি সৃষ্টি করে। ডাঃ রবার্ট কটের আবিষ্কারের ১০০ বছর পর হু (WHO) ১৯৮২ সালে বিশ্ব যক্ষ্মা দিবস দিনটি ঘোষণা করে এরপর থেক প্রতি বছর এই দিনটির একটি থিমের মাধ্যমে পালিত হয়। এই বিশ্ব যক্ষ্মা দিবস উপলক্ষ্যে প্রতি বছরের মত এবছরও শুক্রবার সকালে পশ্চিম ত্রিপুরা জেলা ভিত্তিক বিশ্ব যক্ষা দিবস পালন করা হয় মধ্য প্রতাপগড় শহুরে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের অধীন জগহরিমুরা হেলথ এন্ড ওয়েলনেস সেন্টারে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার , রাজ্য স্বাস্হ্য দফতরের মুখ্য স্বাস্হ্য আধিকারিক সহ দফতরের আরও অনেকে । অনুষ্ঠানে কয়েকজন যক্ষ্মা রোগীকে পুষ্টিকর খাবার প্রদান করা হয়। এদিন সকালে অনুষ্ঠানের প্রথমে এক র্যা লির আয়োজন করা হয়। র্যা লিতে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার , ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত , রাজ্য স্বাস্হ্য দফতরের মুখ্য স্বাস্হ্য আধিকারিক সহ আরও অনেকে।র্যা লিটি রাজধানির বিভিন্ন পথ পরিক্রমা করে।র্যা লির মাধ্যমে জন সাধারণকে যক্ষ্মা রোগ বিষয়ে সচেতন করা হয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post ভাগ্যের কি নির্মম পরিহাস, বয়স নয় বছর হলেও এখনো স্কুলে ভর্তি হতে পারেনি প্রজ্ঞা মণি দাস।
Next post পিস্তল সহ ২ রাউন্ড তাজা গুলি উদ্ধার রাজধানি থেকে
%d bloggers like this: