পাঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্কের অফিসার্স এ্যাসোসিয়েশনের গোল্ডেন জুবলি উপলক্ষে একটি স্পোর্টস মিটের আয়োজন করেছে পাঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্কের অফিসার্স এ্যাসোসিয়েশনের উদ্যোক্তারা। শনিবার এই খেলার আয়োজন করা হয় আই টি আই মাঠে। এদিনের খেলায় মুলত দু ভাগে ভাগ করা হয়েছিল। পুরুষদের মধ্যে টি-১০ ক্রিকেট খেলার আয়োজন করা হয়েছিল এবং মহীলাদের মধ্যে ক্যারাম খেলা, বল থ্রো খেলার আয়োজন করা হয়েছিল।

শুধু পুরুষ এবং মহীলা অফিসারাই নয় এদিন তাদের পরিবারের শিশুদের নিয়েও আয়োজন করা হয়েছিল মজার মজার কিছু খেলার। শনিবারের এই খেলা প্রসঙ্গে পাঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্কের অফিসার্স এ্যাসোসিয়েশনের উদ্যক্তারা জানান, এই আয়োজনের মাধ্যমে একটু আনন্দ আয়োজন করাই ছিল মুল লক্ষ্য।

এদিনের এই আয়োজনে অফিসার্স এ্যাসোসিয়েশনের পরিবারের সমস্ত সদস্যারা অংশ নেন এবং গোটা দিন ব্যাপি প্রত্যেকেই আনন্দে মেতে উঠেন।

এদিনের এই খেলার আয়োজনে প্রধান অতিথি ছিলেন পাঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্কের আগরতলা সার্কেলের প্রধান বিকাশ দাস এছাড়া বিশেষ অতিথি হিসেবে ছিলেন ডেপুটি সার্কেল হেড মঞ্জিত সিংহ, সার্কেল সভাপতি চন্দ্র কুমার দেব্বর্মা এবং সার্কেল সেক্রেটারি মনোজ ভৌমিক। আগামী দিনেও একই ধরনের আয়োজন জারি থাকবে বলে জানান এ্যাসোসিয়েশনের উদ্যোক্তারা।