আবারো একবার নেশা বিরোধী অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল সদর মহকুমা পুলিশ প্রশাসন ।সম্প্রতি ধৃত চার নেশা কারবারিকে জিজ্ঞাসবাদের মাধ্যমে বৃহস্পতিবার রাতে রাজধানীতে সানি সাহা নামে এক নেশা কারবারিকে আটক করেছে পুলিশ। ধৃতের বাড়ি রাজধানীর রাম ঠাকুর সংঘ এলাকায় । পাশাপাশি ধৃত ব্যক্তি যার হয়ে কাজ করে উনার বাড়িতে হানা দিয়ে পুলিশ ৮ বাক্স হেরোইন, পনেরশ ইয়াবা ট্যাবলেট ,ও একটি নাইন এম এম পিস্তল ও ২ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে। পাশাপাশি এইসব কাজে ব্যবহৃত একটি গাড়িও আটক করেছে পুলিশ । তবে যার বাড়ি থেকে থেকে ড্রাগস এবং পিস্তল উদ্ধার হয়েছে ঘটনার তদন্তের স্বার্থে পুলিশ তার নাম প্রকাশ করেনি। আগামী কিছুদিনের মধ্যেই আগরতলা শহরের পুরো গ্যাংটাকে জালে তুলবে পুলিশ ।এই ধরনের অভিযান আগামী দিনও জারি থাকবে বলে জানিয়েছেন সদর এসডিপিও অজয় কুমার