শেষ হাসি হাসলেন ট্রাম্পই। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। আবারও একবার হোয়াইট হাউসে বসতে চলেছেন তিনি। এর মধ্যেই তিনি জয়ের বক্তৃতা দিলেন। বললেন, “আমেরিকার স্বর্ণযুগের সূচনা হতে চলেছে। আমি আপনাদের নিরাশ করব না”। একইসঙ্গে অনুপ্রবেশ নিয়েও সুর চড়ালেন তিনি। বললেন, “এবার যেকোনও ভাবে আমেরিকায় অনুপ্রবেশ বন্ধ হবেই“।
এখনও নির্বাচনের ফল সম্পূর্ণ প্রকাশ না হলেও, একের পর এক সুইং স্টেটে উঠেছে ট্রাম্প ঝড়। স্পষ্ট, দ্বিতীয়বার ক্ষমতায় ফিরছেন ট্রাম্পই। আর মাত্র ৪টি ইলেকটোরাল ভোট দরকার ট্রাম্পের জয়ী হওয়ার জন্য। এ দিন জয় নিশ্চিত হতেই পাম বিচ কাউন্টি কনভেনশন সেন্টার থেকে ডোনাল্ড ট্রাম্প বলেন, “আমেরিকা আমায় অপরিসীম ক্ষমতা দিয়েছে। এটা আমেরিকানদের জয়।”
ট্রাম্প বলেন, “আবার আমেরিকাকে সর্বশ্রেষ্ঠ বানাব আমি। আমেরিকার স্বর্ণযুগের সূচনা হল। যতদিন পর্যন্ত আমি নিরাপদ, সুরক্ষিত ও সমৃদ্ধ আমেরিকা তৈরি না করা পর্যন্ত আমি বিশ্রাম নেব না। শেষ নিঃশ্বাস পর্যন্ত প্রতিদিন আমি আপনাদের অধিকার নিয়ে লড়ব।”বিপুল ভোটে এই জয়ের জন্য সমর্থকদের ধন্যবাদ দিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, এই মতাদেশ দেশকে সাহায্য করবে। আমাদের দেশের সাহায্যের প্রয়োজন রয়েছে। আমরা সীমান্তে সংস্কার করব এবং দেশে যা যা প্রয়োজন, সব কিছু ঠিক করব। আমরা অবিশ্বাস্য রাজনৈতিক সাফল্য অর্জন করেছি।”

পর্ন তারকাকে ঘুষ দেওয়া থেকে শুরু করে একাধিক মামলায় জর্জরিত ডোনাল্ড ট্রাম্প। তারপরও তাঁর বিজয়রথ আটকায়নি। এ দিন আইনি আইনি ঝামেলার কথা সরাসরি উল্লেখ না করলেও ট্রাম্প বলেন, “এমন বাধা-বিপত্তি পার করে এসেছি, যা কেউ কোনওদিন সম্ভব নয় বলেই ভেবেছিল। এটা সর্বকালের সেরা রাজনৈতিক সাফল্য।”

নির্বাচনী প্রচারে প্রাণঘাতী হামলার প্রসঙ্গও বিজয়ী ভাষণে টেনে আনেন ট্রাম্প। বলেন, “ঈশ্বর এই কারণেই আমার প্রাণ রক্ষা করেছে।”

প্রসঙ্গত, ৫৩৮টি আসনের মধ্যে ২৬৭টি আসনেই জয়ী হয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। জর্জিয়া, নর্থ ক্যারোলিনা, পেনসিলভেনিয়ার মতো গুরুত্বপূর্ণ আসনে জয় ট্রাম্পের হোয়াইট হাউসে ফেরার রাস্তা আরও সাফ করে দিয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post রাস্তার পাশ থেকে কেটে নিচ্ছে মাটি, আতঙ্কে ১৪ থেকে ১৫ টি পরিবার
Next post হাসপাতাল না আবর্জনার স্তূপ ধরা মুশকিল!
%d bloggers like this: