আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচন l আর এই নির্বাচনকে কেন্দ্র করে রাজ্য জুড়ে একে একে করে বন্ধ অবস্থায় থাকা পার্টি অফিস গুলি খুলতে শুরু করেছে বিরোধী দল সি পি আই এম । এরই প্রেক্ষিতে বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে শনিবার দুপুরে চম্পকনগর বাজারে সিপিআইএম দলের পার্টি অফিসটি খোলা হয়।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের নেতৃত্ব রাধাচরণ দেববর্মা , মানিক দে, মধুসূদন দাস সহ আরও অনেকে।এদিন চম্পকনগর বিদ্যালয়ের সামনে থেকে একটি মিছিল করা হয় l মিছিলটি এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে পার্টি অফিসের সামনে গিয়ে শেষ হয়। এরপর চম্পকনগর বাজারে দলীয় অফিসের সামনে এক সভার আয়োজন করা হয় । সভায় উপস্থিত দলের নেতৃত্বরা শাসক দল বিজেপির তীব্র সমালোচনা করে l সভায় বিজেপি বিরোধী ঝড় উঠে l

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post নির্বাচনে লড়তে খুব একটা চ্যালেঞ্জের মুখে আমাকে পড়তে হবে না: দাবি রাজীব ভট্টাচার্য এর।
Next post রুবি গোপকে কংগ্রেস প্রার্থী মানতে নারাজ কংগ্রেস… তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাতে থাকে কংগ্রেস কর্মী।
%d bloggers like this: