বংশীবাড়ি চিকনথলী এলাকায় সরকারি ভূমিতে একাধিক প্লটে অভিযান চালিয়ে ৮৬০০০ গাঁজা গাছ ধ্বংস করলো বিশালগড় থানার পুলিশ। রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এই অভিযানে ছিলেন বিশালগড় থানার ওসি সঞ্জিত সেন সহ সিআরপিএফ,টিএসআর, এসপিও জোওয়ান সহ ৭০ জন পুলিশ কর্মী।গোপন খবরের ভিত্তিতে বিশালগড় থানা পুলিশের এই অভিযান। গাঁজা কাটিং করার সময় আচমকায় এলাকার গাঁজা কারবারীরা পুলিশের উপর আক্রমণ করার চেষ্টা করেন। ঘটনার ব্যক্তি দেখতে পেয়ে বিশালগড় থানার পুলিশ টিআর গ্যাস প্রয়োগ করেন। তবে দূর থেকে গাঁজা কারবারীরা পুলিশের উপর ঈদ পাটকেল ছুঁড়ে বিশ্রী ভাষায় গালিগালাজ করতে থাকেন।জানাযায় গাঁজা কারবারিরা প্রত্যেক শীতের মৌসুমে গভীর থেকে গভীর জঙ্গলে সরকারি ভূমি দখল করে এই গাঁজা বাগান গুলি তৈরি করেন।আর কিছুদিনের মধ্যেই এই গাঁজা বাগান কেটে গড়ে তোলার পালা ছিলো।তারমধ্যে রাজ্য পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের নির্দেশে সিপাহীজলা জেলায় বিভিন্ন থানায় পুলিশের গাঁজা বাগান ধ্বংস অভিযান শুরু হয়। তবে সারা ত্রিপুরা রাজ্যের অন্যান্য জেলার তুলনায় সিপাহীজলা জেলায় এ বছর যে পরিমাণে গাঁজা বাগান তৈরি করেছে গাঁজা কারবারিরা তা অন্যান্য বছরের তুলনায় কয়েক গুণ বেশি।পুলিশ প্রশাসন এক বছর লাগাতার অভিযান করলো এ সমস্ত গাঁজা বাগান ধ্বংস করতে ব্যর্থ হবে। তবে আজকের দিনে এ গাঁজা ধ্বংস অভিযানে অল্প পেতে বেঁচে যায় বিশালগড় থানার ওসি সঞ্জিত সেন সহ একাধিক পুলিশ কর্মী।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post ২৪’র লোকসভা ভোটে NOTA’য় ভোট পড়েছে রেকর্ড সংখ্যায়! বেড়িয়েছে তথ্য
Next post নলছড়ে বাড়ছে সিপিআইএম ! বিধানসভা কেন্দ্রের শিবনগর গাঁও সভায় বাড়ি বাড়ি জনসংযোগ কর্মসূচি।
%d bloggers like this: