বুধবার আমবাসা বিশ্ব হিন্দু পরিষদের নগর এবং প্রখণ্ডের সদস্যারা গরু বোঝাই লরি সহ দুটি বলেরো গাড়ি আটক করে আমবাসা বেতবাগান এলাকায়। তাদের বক্তব্য গাড়িগুলিতে বেআইনিভাবে প্রচুর সংখ্যক গরু বোঝাই করা হয়। জানা যায় গরুগুলি মাছলি এলাকা থেকে নিয়ে আসা হচ্ছিল। এদিকে জাতীয় সড়ক হয়ে সোনামুড়া ও বক্সনগর এবং মেলাঘরের উদ্দেশ্যে যাওয়ার সময় গাড়িগুলিকে আটক করে আমবাসা হিন্দু পরিষদ।