আগরতলা পুর নিগমের এক অভিনব উদ্যোগ। শহরবাসীর সুবিধার্থে শুক্রবার আগরতলা পুর নিগম কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে আগরতলা পৌর নিগমের উদ্যোগে মোবাইল ভ্যান টয়লেট গাড়ির সূচনা করা হয়।উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত ও কমিশনার শৈলেশ কুমার যাদব সহ অন্যান্যরা ।পতাকা নেড়ে এর আনুষ্ঠানিক সূচনা করেন উপস্থিত অথিতিরা। অনুষ্ঠানে এক সাক্ষাৎকারে মেয়র বলেন, আগরতলা পুর নিগম এই প্রথম মোবাইল ভ্যান টয়লেট পরিষেবা চালু করেছে। বর্তমানে আগরতলা পুর নিগমের তরফ থেকে শহরবাসী ও রাজ্যবাসিকে সুবিধা দেওয়ার ক্ষেত্রে নানা বিষয়ে নতুন ভাবে চিন্তাধারা করা হচ্ছে। এরই অঙ্গ হিসেবে মোবাইল ভ্যান টয়লেট চালু করা হয়েছে বলে মেয়র জানান। পুর নিগমের এধরনের উদ্যোগে খুশি শহরবাসী।