সিপিএম আর কংগ্রেস আগে লুকিয়ে লুকিয়ে প্রেম করতো এখন প্রকাশ্যে প্রেম করছে দুই দল | তাই তাদের জোট না ভোট সেটা বলা বড় মুশকিল | মঙ্গলবার সকালে নয় বনমালীপুর বিধানসভা কেন্দ্রে বাড়ি বাড়ি প্রচারে নেমে সিপিআইএম কংগ্রেস সম্পর্কে তির্যক মন্তব্য করেন প্রদেশ বিজেপি সভাপতি তথা নয় বনমালীপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজীব ভট্টাচার্য | শ্রী ভট্টাচার্জি বলেন, তাদের মানুষের কাছে ভোট চাওয়ার আর কোন মুখ নেই | মানুষ তাদের আগেও বর্জন করেছে এবারও বর্জন করবে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post বিপুল সংখ্যক কর্মী-সমর্থক নিয়ে সুবিশাল রেলি করে ২৭ কল্যাণপুর প্রমোদনগর, ২৮ তেলিয়ামুড়া, ২৯ কৃষ্ণপুর বিধানসভা তিন তিনজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করে সোমবার।
Next post বিরোধীকে চেলেঞ্জ ছুড়ে প্রচারে রামপ্রসাদ পাল।
%d bloggers like this: