ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা আগামী ১৫ই মার্চ ও মাধ্যমিক পরীক্ষা ১৬ই মার্চ থেকে শুরু হবে lআগামী 18ই এপ্রিল মাধ্যমিক ও 19 শে এপ্রিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা সম্পন্ন হবে l মঙ্গলবার দুপুরে এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে একথা জানালেন পর্ষদ সভাপতি ভবতোষ সাহা ও সচিব দুলাল দে l সাংবাদিক সম্মেলনে ভবতোষ সাহা জানান, ইংরেজি বিষয় দিয়ে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে l তবে মূল পরীক্ষা শেষ হয়ে যাবে আগামী ২৮ শে মার্চ l শুধু ওই additional বিষয়ের পরীক্ষা গুলি চলবে l এর সঙ্গে মাদ্রাসা আলিমের পরীক্ষাও আছে বলে তিনি জানান lপ্রসঙ্গত, আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচনের জন্যই পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে l

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post ২৬ শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে আসাম রাইফেলের প্রস্তুতি একেবারে তুঙ্গে।
Next post বিধানসভা নির্বাচন এবং প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে বোম স্কোয়াড কর্মীরা বিভিন্ন এলাকায় তল্লাশী অভিযান চালাচ্ছে।
%d bloggers like this: