প্রতিবেশী দুই মহিলার মধ্যে প্রথমে কথা কাটাকাটি, এরপর রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয় গোটা এলাকাতে। ঘটনা মঙ্গলবার তেলিয়ামুড়া থানাধীন করইলং এলাকায়।
ঘটনার বিবরণে জানা যায়,, তেলিয়ামুড়া থানার অন্তর্গত করইলং এলাকায় শিপ্রা সরকার এবং রীনা সরকার নামের দুই প্রতিবেশী নিজেদের মধ্যে বাড়ির ড্রেনের জল নিয়ে বচসায় জড়িয়ে পড়ে, একটা সময় এই বচসা চূড়ান্ত আকার ধারণ করলে রীনা সরকার পাথর জাতীয় কিছু একটা জিনিস দিয়ে শিপ্রা সরকারের মাথায় আঘাত করে বলে অভিযোগ। ঘটনাটা চাক্ষুষ করতে পেরে প্রত্যক্ষদর্শীরা তড়িঘড়ি শিপ্রা সরকারকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে রক্তাক্ত অবস্থায় নিয়ে গেলে সেখানে তার চিকিৎসা হয়।
গোটা ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে এবং ঘটনার পরিপ্রেক্ষিতে ব্যাপক উৎকণ্ঠাও তৈরি হয়েছে।
এভাবে বাড়ির ড্রেনের জল যাওয়াকে কেন্দ্র করে প্রতিবেশী দুই মহিলার মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষকে কোনোভাবেই ভালোভাবে মেনে নিচ্ছে না এলাকার শুভ চিন্তক মহল।
ঘটনার পারিপার্শ্বিকতা এবং সম্ভাব্য ফলাফল অনুমান করতে পেরে এই ঘটনা যাতে বেশিদূর না এগোতে পারে সেই বিষয়ে ময়দানে নেমেছে স্থানীয় শুভ চিন্তক মহল সহ এলাকার গ্ৰামপ্রধান। প্রাথমিক পর্যায়ে চিকিৎসার পর উভয়কে সাথে নিয়ে এলাকার বিশিষ্ট ব্যাক্তিরা এবং গ্ৰামপ্রধান গোটা ঘটনার ফয়সালা করবেন বলে জানা গেছে। এদিকে হাসপাতাল সূত্রে খবর, শিপ্রা সরকারের মাথায় আঘাত থাকলেও আতঙ্কিত হওয়ার মত কিছু নেই, তিনি বর্তমানে স্থিতিশীল রয়েছেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post লাইট সাউন্ড অপারেটর এন্ড হেল্পার ওয়েল ফেয়ার এসোসিয়েশনের রক্তদান শিবির।
Next post দুই নেশা কারবারি আটক!
%d bloggers like this: