ভোটগ্রহণের আর মাসখানেকও বাকি নেই। কর্নাটকের শাসকদল বিজেপি কেন এখনও কোনও প্রার্থী তালিকা প্রকাশ করছে না, তা নিয়ে জল্পনা বাড়ছিল। সব জল্পনার অবসান ঘটিয়ে মঙ্গলবার প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। এদিন মোট ১৮৯ জন প্রার্থীর নাম প্রকাশ করা হয়েছে। তার মধ্যে ৫২ জন নতুন মুখ। বয়সজনিত কারণে এবার বিজেপির প্রার্থী তালিকায় প্রাক্তন মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পার নাম নেই।