প্রদ্যুৎ দেব বর্মনকে রাজা সম্ভোদন করার প্রয়োজন নেই ,তিনি রাজা নন এমনকি ওনার বাবা ও রাজা ছিলেন না,গত কিছুদিন আগে কোন এক সভায় বক্তব্য রাখতে গিয়ে এমনটাই মন্তব্য করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা । পরবর্তী সময় মুখ্যমন্ত্রীর এই বক্তব্যকে ঘিরে উপজাতি এলাকায় উত্তেজনার সৃষ্টি হয় পুড়ানো হয় মুখ্যমন্ত্রীর কাসপূত্তলিকাও তার ওই অঙ্গ হিসাবে শুক্রবার বিকালে মুখ্যমন্ত্রী এই মন্তব্যের প্রতিবাদে খোয়াই ২৪ রামচন্দ্রঘাট বিধানসভার পদ্মবিল এলাকায় অনুষ্ঠিত হয় এক বিক্ষোভ মিছিল,এদিনের এই মিছিলে পা মেলান ২৪ রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্রের তিপ্রা মথা দলের বিধায়ক রঞ্জিত দেববর্মা। এদিনের এই মিছিলটি শুরুহয় পদ্মবিলা এলাকার চনখলা বাজার থেকে এবং পদ্মবিল এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে বাইজাল বাড়ি এসে শেষ হয় । এদিন মিছিল শেষে সাংবাদিকদের মোখমুখী বিধায়ক রঞ্জিত দেববর্মা বলেন, কিছুদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মহারাজা প্রদ্যুৎ দেববর্মন একটি মন্তব্য করেছেন যেখানে তিনি পরিষ্কার ভাষায় বলেছেন প্রদ্যুৎ দেববর্মনকে রাজা সম্ভোদন করার প্রয়োজন নেই তিনি রাজা নন, রাজ্যের মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের প্রতিবাদেই আজকে এই বিক্ষোভ মিছিল,যদিও এই মিছিল আরও বড় পরিসরে করার কথাছিল কিন্তু পার্টির উপর মহল থেকে নির্দেশ রয়েছে মিছিলটি যেন ছোট পরিসরে করা হয় এবং কাল থেকে এই প্রতিবাদ মিছিল করার প্রয়োজন নেই,কেননা মহারাজা শিলং থেকে ফেরার পর রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা প্রদ্যুৎ দেববর্মনের বাসভবনে গিয়ে ওনার সাথে দেখা করেছেন এবং এই বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন। তাই পার্টি সিদ্ধান্ত নিয়েছে আগামীকাল থেকে এই বিষয়ে কোন ধরনের প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করা হবে না

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post স্ত্রী, শ্বশুর ও শাশুড়ির হাত কেটে ফেলে জামাই !
Next post সংসদের নতুন ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
%d bloggers like this: