প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শাসন কালের নয় বছর পূর্তি উপলক্ষ্যে নানা কর্মসূচি হাতে নিয়েছে প্রদেশ বিজেপি। এরই অঙ্গ হিসেবে রবিবার রাজধানীর প্রদেশ বিজেপি কার্যালয়ে মহিলা মোর্চার কার্যকারিনী বৈঠক অনুষ্ঠিত হয়। আয়োজিত বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য্য, আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ আরোঅনেকে। বৈঠকে বিজেপি সভাপতি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শাসন কালের নয় বছর পূর্তি উপলক্ষে আগামী ৩০ শে মে থেকে এক মাস ব্যাপী নানা ধরনের কর্মসূচি পালন করা হবে l বৈঠকে নানা কর্মসূচী সহ-সাংগঠনিক বিভিন্ন দিক নিয়ে বৈঠকে আলোচনা হয়।