বৃহস্পতিবার দুপুরে শিলং থেকে রাজ্যে ফেরেন মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন।এদিন রাতেই রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা মহারাজার বাসভবনে গিয়েছিলেন । কি কারনে মহারাজার বাসভবনে গিয়েছিলেন তিনি, সেই বিষয়ে শুক্রবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এক প্রতিক্রিয়ায় মুখ্যমন্ত্রী বলেন, কিছুদিন ধরেই অসুস্থ মহারাজা ।তাই চিকিৎসার জন্য রাজ্যের বাইরে ছিলেন তিনি ।বৃহস্পতিবার দুপুরে রাজ্যে ফেরার পর রাতে তাঁর অসুস্থতার খবর নিতেই মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মনের বাসভবনে গিয়েছিলেন । পাশাপাশি তাঁর পরিবারের সঙ্গে বহু পুরনো একটা হৃদ্রতার সম্পর্ক রয়েছে ।এছাড়া আর কিছুই নয় বলে জানান মুখ্যমন্ত্রী।