২০২৩’র বিধানসভা নির্বাচনের হাতে গোনা আর মাত্র মাস দেড়েক বাকি। তারই আগে প্রত্যেকটি রাজনৈতিক দল নিজেদের মতো করে যার যার সংগঠন বিস্তারে নেমে পড়েছেন। প্রায় প্রতিদিনই সাব্রুম থেকে ধর্মনগর হচ্ছে রাজনৈতিক কর্মসুচী সহ বিভিন্ন যোগদান সভা। শাসক দল বি জে পি অন্য বিরোধী রাজনৈতিক দলগুলো থেকে একধাপ এগিয়ে রাজ্য বিধানসভা নির্বাচনের মাস খানেক আগেই রাজ্যে প্রধানমন্ত্রী কে নিয়ে এসে একপ্রকার নিজেদের এগিয়ে রাখলেন। যদিও রবিবারের মোদী সফর ছিল সম্পুর্ন সরকারি তারপরেও প্রদেশ বি জে পি’র তরফে প্রধানমন্ত্রীর এই সফরকে রাজনৈতিক প্রচারের হাতিয়ার করে নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী মোদীর রাজ্য সফরের পরপরই এদিন সাংবাদিক সম্মেলনে মিলিত হল কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। রবিবারের সাংবাদিক সম্মেলনে সুদীপ রায় বর্মন একহাত নিয়েছেন শাসক দল বি জে পি’র। তাছাড়া প্রধানমন্ত্রীকেও এদিন তীব্র আক্রমন করেন সুদীপ রায় বর্মন। তিনি প্রথমেই বলেন কেন আজকের প্রধানমন্ত্রীর জনসভায় রেবতী ত্রিপুরার নাম ব্রাত্য রাখল। কেন একবারের জন্যও প্রধানমন্ত্রী একবারের জন্যও রেবতী নাম মুখে আনেননি। শুধু তাই নয় শ্রী বর্মন আরও বলেন বি জে পি দল জনজাতিদের নিয়ে খেলা করছে, জনজাতিদের তারা সমান গুরুত্ব দিয়ে দেখে না। জনজাতিরা নাকি রবিবারের এই সভা বয়কট করেছে। এদিন সুদীপ রায় বর্মন একাধিক ইস্যুকে হাতিয়ার করেছেন, তিনি আরও বলেন -” দেশে এত বড় বড় চৌকিদার থাকতে কি করে নীরব মোদী, বিজয় মালিয়ারা এত টাকা নিয়ে পালিয়ে যায়? কেন তাদের নিয়ে দেশের সরকার কোন চিন্তা ভাবনা করছে না?” সুদীপ রায় বর্মন রবিবারের সাংবাদিক সম্মেলনে একপ্রকার বর্তমান শাসক দল এবং দেশের প্রধানমন্ত্রীর তীব্র সমালোচনা করেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post রবিবার ৪৩০০ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের শিলান্যাস করলেন মোদী
Next post মুখ্যমন্ত্রীর হাত ধরে সিপাহীজলা জেলা BJP নবনির্মিত দলীয় অফিসের শুভ উদ্বোধন
%d bloggers like this: