আমার বুথ, সবচেয়ে মজবুত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারা কার্য্যকর্তাদের সম্বোধন পর্ব নামক মঙ্গলবার আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়েছেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এদিন রাজধানীর এডিনগর এলাকায় তিনি দলের কার্যকর্তাদের নিয়ে নরেন্দ্র মোদীর সম্বোধন পর্বে অংশ নেন। এদিকে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য রাজধানীর মডার্ণ ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন l ওই অনুষ্ঠানে তিনি জানান রাজ্যের ৩৩২৮ টি বুথে একযোগে কার্যকর্তারা এই অনুষ্ঠানে অংশগ্রহন করেছেন। প্রতিটি বুথকে শক্তিশালী করতে প্রধানমন্ত্রী যে বার্তা দিয়েছেন সেই দিশায় দল কাজ করবে বলে জানিয়েছেন দলের রাজ্য সভাপতি।