বামুটিয়া বিধানসভার অন্তর্গত সিপিআইএম মোহনপুর বিভাগীয় কমিটির উদ্যোগে বামুটিয়া বিধানসভার কালীবাজার স্থিত সিপিআইএম বামুটিয়া অঞ্চল কমিটির কার্যালয় প্রাঙ্গনে বামুটিয়া বিধানসভা কেন্দ্রের প্রয়াত সিপিআইএম বিধায়ক হরিচরণ সরকারের স্মরণ সভা অনুষ্ঠিত হয়।এই সভায় উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার বিরোধী দলনেতা মানিক সরকার,প্রায়ত বাম বিধায়ক হরিচরণ সরকারের পরিবারের সদস্যরা,সিপিআইএম পশ্চিম জেলা কমিটির সম্পাদক রতন দাস,সিপিআইএম বামুটিয়া মোহনপুর ,সিমনা সিপিআইএম অঞ্চল ইনচার্জ পবিত্র কর,সিপিআইএম মোহনপুর বিভাগীয় কমিটির সম্পাদক প্রণব দেববর্মা,সিপিআইএম বামুটিয়া অঞ্চল কমিটির সম্পাদক দীনেশ বিশ্বাস,সহ অন্যান্য সিপিআইএম নেতৃত্ব ও সিপিআইএম কর্মী সমর্থকরা।প্রয়াত হরিচরণ সরকারের প্রতি কৃতিত্বে পুষ্পার্ঘ্য দান করেন এবং ১ মিনিট নীরবতা পালন করেন।পরে প্রয়াত হরিচরণ সরকারের ছেলে সহ সিপিআইএম রাজ্য ও মহকুমা ও অঞ্চল কমিটির নেতৃত্বরা প্রয়াত সিপিআইএম বিধায়ক হরিচরণ সরকারের এর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং শাসক বিজেপি এর তীব্র সমালোচনা করেন।নেতৃত্বরা বলেন