প্রয়াত হলেন স্বর্গীয় শ্যাম হরি শর্মার সহধর্মিনী জয়শ্রী শর্মা | প্রয়াতঃ জয়শ্রী শর্মা ছিলেন প্রদেশ বিজেপির সহ-সভাপতি ও শৃঙ্খলা কমিটির চেয়ারম্যান | তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং বর্তমান মুখ্যমন্ত্রী প্রফেসর ডা: মানিক সাহা | প্রয়াত হলেন রাজ্যের সর্বপ্রথম বিজেপির শহীদ শ্যাম হরি শর্মার সহধর্মিনী জয়শ্রী শর্মা | তাঁর অকাল প্রয়াণে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ও বর্তমান মুখ্যমন্ত্রী মানিক সাহা | জয়শ্রী শর্মার মৃত্যুসংবাদে পাওয়ার সঙ্গে সঙ্গেই প্রাক্তন ও বর্তমান দুই মুখ্যমন্ত্রী ছুটে যান তাঁর বাসভবনে | তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন , দিদি ছিলেন আমার মায়ের মত, অত্যন্ত নিষ্ঠার সঙ্গে তিনি ভারতীয় জনতা পার্টির বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন | তার জীবনাদর্শকে পাথেয় করেই আমরা চলছি | বর্তমান মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা বলেন , জয়শ্রী দিদির মৃত্যুতে আমি গভীরভাবে, তাদের পরিবারের সঙ্গে আমাদের পরিবারের পুরনো মেলবন্ধন ছিল | তাঁর অকাল প্রয়াণে একনিষ্ঠ একজন পার্টি দরদীকে হারালো ভারতীয় জনতা পার্টি | এদিকে জয়শ্রী শর্মার মৃত্যুর সংবাদ পেয়ে শ্রদ্ধা জানাতে ছুটে যান মন্ত্রী রামপ্রসাদ পাল সহ মন্ত্রিসভার অন্যান্য সদস্য, বিধায়ক এবং ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকরা |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post নির্বাচনী প্রচারে এগিয়ে ভাজপা! বাড়ি বাড়ি গেলেন মানিক
Next post মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হল চক্ষু অপারেশন থিয়েটারের
%d bloggers like this: