আগামী ৩০ শে মার্চ থেকে শুরু হবে চরক মেলা। আর এই মেলাতে বিভিন্ন ধরনের খেলা দেখানো হয় l তারই অঙ্গ হিসেবে প্রথা অনুযায়ী বলা যায় নিয়ম অনুযায়ী চৈত্র মাসে শিব পার্বতীকে নিয়ে বাড়ি বাড়ি শিব পার্বতীর নিত্য দেখানো হয়। তবে যুগ পরিবর্তন এর সঙ্গে তা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে l তবে গ্রামের দিকে এই প্রচলন রয়েছে l প্রতি বছর চৈএ মাসে মানুষের বাড়ি বাড়ি গিয়ে শিব পার্বতীর নিত্য করে থাকে l বাড়ি বাড়ি যাওয়ার পর মানুষও উলুর ধনির মাধ্যমে ধান-দূর্বা সহ দক্ষিণা দিয়ে বাবার কাছ থেকে আশীর্বাদ চেয়ে থাকেন। তবে রাজধানীর কিছু কিছু জায়গায় চৈএ মাসে শিব পার্বতীর নৃত্য লক্ষ করা যায় l যা দেখতে অনেকেই ভিড় জমা করে এখনো l