গত চারদিন আগে করবুক ডি ডব্লিউ এস দপ্তর থেকে চারটি সেলুমোটর চুরি করে নিয়ে যায় চোরের দল । রাতের অন্ধকারে এই চুরি কান্ড সংগঠিত করা হয় । পরবর্তী সময় চোরেরা এই সেলু মোটর গুলিকে উদয়পুর গোকুলপুর বাজার সংলগ্ন লোহা সামগ্রী ভাঙ্গার দোকানে বিক্রি করে দেয় । জানা গিয়েছে এই চুরি যাওয়া সেলু মোটরগুলিকে দোকান মালিক রঞ্জিত দেবনাথ কম টাকায় ক্রয় করে চোরেদের কাছ থেকে । পরবর্তী সময় পুলিশ উদয়পুরের গোয়েন্দাদের দিয়ে সরকারি সম্পত্তি উদ্ধার করার জন্য মাঠে নামানো হয় । পুলিশের উদয়পুরের গোয়েন্দা চুরি যাওয়া সরকারি সম্পত্তি সেলু মোটরগুলিকে অবশেষে খুঁজে পায় । পরে করবুক থানা ও রাধাকিশোরপুর থানার পুলিশ যৌথ উদ্যোগে রবিবার দুপুরে গোকুলপুর বাজার সংলগ্ন লোহা সামগ্রী ভাঙ্গার দোকানে তালা ভেঙ্গে দোকানের ভেতর প্রবেশ করে তল্লাশি অভিযান চালিয়ে । প্রায় আড়াই লক্ষ টাকা মূল্যের চুরি যাওয়া সরকারি সেলু মোটর গুলিকে উদ্ধার করতে সক্ষম হয় । কিন্তু এই দিন কাউকে গ্রেফতার করতে না পারলেও গোয়েন্দা পুলিশের কারণে পুলিশের যে মুখ উজ্জ্বল হয়েছে তা বলায় বাহুল্য ।