জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে রাজ্য মন্ত্রী সভার অন্যতম সদস্য এন সি দেব্বর্মার। বরাবরই তিনি নানান শারীরিক সমস্যায় ভুগছিলেন। মন্ত্রী এন সি দেব্বর্মা বাড়িতে বসেই অফিসের সমস্ত কাজ করতেন। এর আগেও অনেকবার উনাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল চিকিৎসকদের পরিষেবায় তিনি ভালো হয়ে বাড়িতেও ফিরতেন কিন্তু এবারের স্ট্রোক উনার জীবন কেড়ে নিল। রবিবার এন সি দেব্বর্মার মৃত্যুর খবর পেয়ে উনার বাড়িতে শেষ শ্রদ্ধা জানাতে যান রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এন সি দেব্বর্মার পার্থিব শরীরে শেষ শ্রদ্ধা জানিয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন মন্ত্রী এন সি দেব্বর্মার মৃত্যুতে একদিনের সরকারি ছুটি এবং রাজ্যে তিনদিনের মৌন পালন করা হবে।