কৈলাসহরের মাছ বাজারের অস্বাস্থ্যকর পরিবেশ ও ফরমালিনযুক্ত মাছ বিক্রির অভিযোগের বিরুদ্ধে অবশেষে শনিবার মাঠে নামল প্রশাসন। জেলা মৎস্য দপ্তরের সুপারিনটেনডেন্টের তত্ত্বাবধানে শনিবার মহকুমা পর্যায়ের এক প্রতিনিধি দল মাছ বাজারের সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখেন ও মাছে ফরমালিন আছে কিনা তা পরীক্ষা করেন। এই প্রতিনিধি দলে ছিলেন ফুড সেফটি অফিসার বিক্রান্ত রানা, দেবাশীষ দাস, কৈলাসহর পুর পরিষদের উপ মুখ্য কার্যনির্বাহী আধিকারিক বিশ্বজিৎ দাস, মৎস্য দপ্তরের সুপারিনটেনডেন্ট প্রণব কান্তি নাথ সহ অন্যান্যরা। দীর্ঘদিন ধরেই অভিযোগ উঠে আসছিল কৈলাশহর পুরো পরিষদের এলাকার শহরের প্রান কেন্দ্রে অবস্থিত এই মাছ বাজারটি চলছে অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে। একই সাথে বহি: রাজ্য ও বাংলাদেশ থেকে ফরমালিনযুক্ত মাছ এই বাজারে অবাধে বিক্রি হচ্ছে। দীর্ঘদিনের এই অভিযোগ মূলে শনিবার মহকুমা পর্যায়ের প্রতিনিধি দলটি সমগ্র মাছ বাজারের সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখেন। একই সাথে মাছের ফরমালিন ব্যবহার করা হচ্ছে কিনা সে বিষয়টিও পরীক্ষা-নিরীক্ষা করা হয়। আজকের এই অভিযানে মূলত বাজারের প্রতিটি ব্যবসায়ীর মাছ পরীক্ষা-নিরীক্ষা করা হয়। তবে কোথাও ফরমালিনের ব্যবহার প্রমাণিত হয়নি। তবে মৎস্য ব্যবসায়ীরা যে অধিক মুনাফার জন্য স্বাস্থ্যবিধি মেনে চলছেনা সেটা পরিষ্কার ধরা পড়েছে। আজকের এই অভিযান শেষে কৈলাসহর পুর পরিষদের উপ মুখ্য কার্যনির্বাহী আধিকারিক বিশ্বজিৎ দাস জানান, বাজারে কিছু অস্বাস্থ্যকর পরিবেশ ধরা পড়েছে, এব্যাপারে বাজারের সেক্রেটারির সাথে কথা হয়েছে এবং নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে, খুব শীঘ্রই ফের পরিদর্শন করা হবে। তবে আজকের এই অভিযানে কোনোও ব্যবসায়ীর মাছে ফরমালিনের উপস্থিতি পাওয়া যায়নি। এ ধরনের অভিযান আগামী দিনেও চলবে বলে তিনি জানান।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post পরকীয়া সম্পর্কের জেরে এক মহিলাকে এলাকা ছাড়া করলো এলাকাবাসীরা
Next post ঊনকোটি পর্যটন কেন্দ্রের উন্নয়ন নিয়ে মাঠে নামলো ঊনকোটি জেলা কংগ্রেস
%d bloggers like this: