নিজের স্ত্রীকে খুন করে মাটি চাপা দিল স্বামী l ঘটনাটি ঘটে বুধবার কল্যাণপুর থানাধীন হলুদিয়া এডিসির হাজারি পাড়ায় lঅভিযুক্ত স্বামী পলাতক। মৃতার নাম জেসমিন দেববর্মা l ঘটনার বিবরণে জানা যায়
মঙ্গলবার রাতে কল্যাণপুর থানায় জেসমিন দেববর্মা তার স্বামী সহ নিখোঁজ এরকম একটা ডাইরি করা হয়েছিল, পরবর্তী সময়ে পুলিশ এবং এলাকাবাসীরা এদিন রাতে এবং আজ সকালে যথারীতি সম্মিলিতভাবে খোঁজ করতে থাকে। একটা সময়ে পুলিশ নির্ভরযোগ্য সূত্রে খবর পায় জেসমিনকে তার স্বামী খুন করে সংশ্লিষ্ট এলাকার একটা ঘন জঙ্গলে মাটিচাপা দিয়ে রীতিমতো ফিল্মি কায়দায় তার উপরে গাছের ঝোপঝাড় দিয়ে রাখে। পুলিশ তল্লাশি করে মাটি খুঁড়ে জেসমিনের রক্তাক্ত নিথর দেহ উদ্ধার করে। এটি পরিকল্পিত হত্যাকান্ড সেই বিষয়ে নিশ্চিত মহকুমা পুলিশ আধিকারিক প্রসুন ক্রান্তি ত্রিপুরা l পাশাপাশি তিনি অনুমান করছেন হয়তো ধারালো কোন অস্ত্র বা ছুরি ব্যবহার করে এই হত্যাকাণ্ড সংঘটিত করা হয়েছে। এদিকে পুলিশ যখন সংশ্লিষ্ট গৃহবধুর দেহ উদ্ধার করতে গিয়েছিল তখন সাধারণ মানুষ কোন প্রকারের সুযোগ সহযোগিতা করেনি l দেখা গেছে মহকুমা পুলিশ আধিকারিক এবং কল্যাণপুর থানার ওসি ইনস্পেক্টার তাপস মালাকার নিজেরাই মাটি খুঁড়ে দেহ উদ্ধার করে কাঁধে করে দেহ নিয়ে এসেছে। এদিকে পুলিশ অভিযুক্ত স্বামী মিন্টু দেববর্মার খোঁজে জোর তল্লাশি জারি রেখেছে l মৃতদেহ কল্যাণপুর হাসপাতালে ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে।
জানা গেছে বিগত বেশ কিছুদিন ধরেই স্বামী-স্ত্রীর মধ্যে সাংসারিক ঝামেলা চলছিল এবং এর পেছনে কোনভাবে স্বামী মিন্টু দেববর্মার অবৈধ কোন সম্পর্ক থেকে থাকতে পারে বলে একাংশের অভিমত।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post নিয়োগ নেই ত্রিপুরায়! বাধ্য হয়ে ছাত্রছাত্রীরা রাস্তায়
Next post রতনের দপ্তর বেহাল! মানুষের ক্ষোভ চরমে
%d bloggers like this: