ফের অপহরণ করার অভিযোগ দায়ের হলো উদয়পুর মহিলা থানায়। ঘটনার বিবরণে জানা যায় শুক্রবার উদয়পুর নেতাজি সুভাষচন্দ্র মহাবিদ্যালয়ের দ্বিতীয় সেমিস্টারের ছাত্রী পায়েল দাস কলেজে পরীক্ষা দিয়ে কলেজ থেকে বাড়ি ফেরার সময় এই ঘটনটি ঘটে বলে জানিয়েছেন মেয়ের বাবা।কিন্তু উদয়পুর মহিলা থানায় গিয়ে পুলিশের কোনো সহায়তা পাচ্ছে না বলে জানিয়েছেন অপহরণ হওয়া মেয়ের বাবা ও আত্মীয়-স্বজনরা । শুধু তাই নয় উদয়পুর মহিলা থানার ওসি আলপনা সরকারের সাথে দেখা করতে চাইলেও দেখা করতে পারেনি অপহরণ হওয়া মেয়ের পরিবার। কারন ওসি আলপনা সরকার থানায় অনুপস্থিত ছিলেন। যদিও মহিলা থানার অন্য পুলিশকর্মীদের কাছ থেকেও জানা গেছে ,থানায় আসে ওনার মর্জি মাফিক । পুলিশের কোনো সহায়তা না পেয়ে উদয়পুর মহিলা থানার সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অপহরণ হওয়া মেয়ের বাবা সুকেন দাস রাজ্যের মুখ্যমন্ত্রী নিকট দুই হাত করজোরে আবেদন জানান যে ওনার মেয়েকে যেন খুব শীঘ্রই মেয়ের বাবার হাতে তুলে দেওয়া হয় এই বলে ,কান্নায় ভেংগে পরেন মেয়ের বাবা