আবার বিপদ কুম্ভমেলায়। মৌনী অমাবস্যার দিন কুম্ভস্নান করতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ৩০ জনের। জখম হয়েছেন ৯০ জন। সেই ক্ষত এখনও দগদগে! তার মধ্যেই ফের বিপত্তি। পদপিষ্ট হওয়ার পরের দিন আগুন লাগল মেলার সেক্টর ২২-এ। পুড়ে গেল বেশ কয়েকটি তাঁবু। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী।রয়েছেন প্রশাসনের আধিকারিকেরাও। জানা গিয়েছে, তাঁবুতে কোনও মানুষজন ছিলেন না বলে প্রাণহানি ঘটেনি। কিন্তু কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। এর আগে গত ১৯ জানুয়ারি আগুন লেগেছিল কুম্ভমেলার সেক্টর ১৯-এ। পুড়ে ছাই হয়েছিল প্রায় ১৮০টি তাঁবু।