হড়পা বানে হিমাচল প্রদেশে ৭ জনের মৃত্যু হয়েছে। রবিবার থেকেই সেরাজ্যে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস ছিল। তারপরই সোমবার সোলানের সাত জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সেই সঙ্গে শিমলার একটি মন্দির ধসে গিয়ে ৯ জনের মৃত্যুর খবর মিলেছে। হড়পা বানের জেরে অন্তত দু’টি বাড়ি ধ্বংস হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। এহেন পরিস্থিততে আবহাওয়া দপ্তরের আশঙ্কা, আগামী ২৪ ঘণ্টাও প্রবল বৃষ্টি হবে রাজ্যজুড়ে। ইতিমধ্যেই রাজ্যের সমস্ত স্কুলে ছুটি ঘোষণার পাশাপাশি মৃতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু।সোমবার সকাল সাতটা নাগাদ সোলানের জাদোন গ্রামে হড়পা বানের খবর মেলে। দু’টি বাড়ি ও একটি গোয়াল ভেসে যায়। প্রাথমিকভাবে বেশ কয়েকজনের আটকে পড়ার খবর পাওয়া গেছে। উদ্ধার কাজ শুরু হওয়ার পর সাতজনের মৃতদেহ পাওয়া যায়। আরও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা উদ্ধারকারীদের। অন্যদিকে, শিমলায় ধসে গিয়েছে একটি মন্দির। সেখানে থেকে ইতিমধ্যেই ৯ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। এখনও বেশ কয়েকজন চাপা পড়ে রয়েছেন বলে খবর।সাত জনের মৃত্যুর ঘটনা জানতে পেরেই টুইট করেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “হড়পা বানে ৭ জনের মৃত্যুর খবর পেয়ে অত্যন্ত মর্মাহত। শোকাহত পরিবারগুলিকে সমবেদনা জানাই। এই কঠিন সময়ে পরিবারগুলির পাশে দাঁড়াতে ইতিমধ্যেই আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে।” সেই সঙ্গে দুর্যোগ পরিস্থিতির দিকে কড়া নজর রাখতে নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবকে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post গোয়েন্দা পুলিশের তৎপরতায় ধর্মনগরে আটক সাত বাংলাদেশী নাগরিক!
Next post “জন-গন-মন” ই কেন জাতীয় সঙ্গীত? বন্দেমাতরম কেন হতে পারে না? দেশের দুই তাবড় নেতার চিঠি লেখালেখি!
%d bloggers like this: