ফের এক বিলুপ্তপ্রায় প্রাণী উদ্ধার হল শনিবার রাতে কুমারঘাট থানাধীন সারদাপল্লী এলাকার পলাশ দাসের বাড়িতে l প্রথমে বাড়ির লোকজন ওই প্রানীর পরিচয় নিয়ে ধোঁয়াশায় ছিল। পরে তারা জানতে পারে প্রানীটির নাম প্যাঙ্গোলিন। এরপর খবর দেওয়া হয় বন দফতরে l খবর পেয়ে বন কর্মীরা রাতে ওই প্রানীটিকে উদ্ধার করে গভীর জঙ্গলে ছেড়ে দিয়ে আসে বলে জানা গিয়েছে।