শুক্রবার রাতে বক্সনগর পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এর মাঠে ভারত মাতার পূজার অরকেস্টা শেষে বেলোয়ারচর নাড়ু বাড়ির এলাকার বাসিন্দা সুভাষ চন্দ্র দেব নিজস্ব বোলেরো গাড়ি নিয়ে বাড়ি ফেরার পথে বক্সনগর বন দপ্তর অফিস সংলগ্ন স্থানে যেতেই বিশালগড় থেকে আগত ইকো গাড়ির মুখোমুখি সংঘর্ষ বাদে। তাতেই বোলেরো গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে অনেক নিচে একটি লুঙ্গায় পড়ে যায়।পরে ইকো গাড়িটি বুলেরু গাড়িটিকে ধাক্কা মেরে বক্সনগর বন দপ্তর অফিস এলাকায় গিয়ে গাড়ি ফেলে চালক পালিয়ে যায়। এদিকে গুরুতর আহত বুলেরো গাড়ির চালক সুভাষ চন্দ্র দেব জিবি হাসপাতালে চিকিৎসাধীন।