বিগত কিছু দিন ধরে রাজধানী সহ আশপাশের এলাকা গুলিতে চোরের দল একেবারে সক্রিয় হয়ে উঠেছে। প্রতিদিন কোন না কোন জায়গায় চুরির ঘটনা সংঘটিত করে চলছে। সোমবার রাতে চোরের দল হানা দিল রাজধানীর বটতলা এলাকায়। এদিন বটতলার টিআরটিসি বাউন্ডারি ওয়ালের সাথে থাকা নয়টি ফলের দোকানে চোরের দল হানা দিয়ে ফল সহ নানা সামগ্রী নিয়ে পালিয়ে যায়। মঙ্গলবার ভোরে ঘটনাটি প্রকাশ্যে আসে। এনিয়ে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ীরা পুলিশের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দেয়। ফলের দোকান গুলি যে জায়গায় রয়েছে, বাউন্ডারির পেছনেই রয়েছে বটতলা পুলিশ ফাঁড়ি। তা সত্ত্বেও চোরেরা কিভাবে দোকানে হানা দিয়ে সব কিছু চুরি করে নিয়ে যায়। এখন পুলিশি ভুমিকা নিয়েও উঠছে নানা প্রশ্ন। ক্ষুব্ধ ব্যবসায়ীরা l