শুক্রবার বোধজং নগর এলাকায় স্বামীর বাড়িতে বিষ পান করে গুরুতর অসুস্থ হন স্নিগ্ধা রাউত নামে এক গৃহবধূ।। গৃহবধূর পরিবারের লোকজন অভিযোগ করেন শুক্রবার খয়েরপুর এলাকায় এক বন্ধুর সঙ্গে মিষ্টির দোকানে মিষ্টি খেয়েছিলেন ঐ গৃহবধূ।। এরই মধ্যে গৃহবধূর স্বামী মিষ্টির দোকানে ছুটে এসে ওই যুবকের সঙ্গে বেশ কিছু ছবি এবং ভিডিও রেকর্ডিং করে এবং গৃহবধূকে গালিগালাজ করে।। পাশাপাশি বিষ খেয়ে আত্মহত্যা করার কথা বলে স্বামী।। এই ধরনের আচরণে গৃহবধূ স্বামীর বাড়িতে গিয়ে বিষ পান করে গুরুতর অসুস্থ হন।। পরে তাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে।। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে রেফার করা হয়।। গৃহবধূকে জিবি হাসপাতালে আনার পর শনিবার চিকিৎসা চলাকালীন হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়ে ঐ গৃহবধূ।। মৃত্যুর খবর দেওয়া হয় তার স্বামী পরেশ দাস কে কিন্তু স্ত্রীর মৃত্যুর খবর শুনেও হাসপাতালে আসেননি গৃহবধূ স্বামী পরেশ দাস।। এই নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে।।মৃত গৃহবধুর পরিবারের লোকজন আরো জানান প্রতিনিয়ত নেশাগ্রস্ত অবস্থায় গৃহবধূর স্বামী পরেশ দাস বাড়িতে এসে গৃহবধূকে প্রতিনিয়ত শারীরিক এবং মানসিক নির্যাতন করতো।। এই বিষয় নিয়ে গৃহবধূর স্বামী পরেশ দাসের বিরুদ্ধে থানা একটি মামলা দায়ের করা হবে বলেই জানান গৃহবধূর পরিবারের লোকজন।।