সম্প্রতি দেশের একাধিক বন্দরে বিদেশ থেকে মাছ, মাংস ও পোল্ট্রিজাত খাদ্যসামগ্রী আমদানির উপরে নিষেধাজ্ঞা জারি করেছিল ভারত সরকার। এই তালিকায় ছিল আগরতলার আখাউড়া স্থলবন্দরও। এই নিষেধাজ্ঞার জেরে বাংলাদেশ থেকে মাছের আমদানি বন্ধ হয়ে গিয়েছিল। ফলে সমস্যায় পড়ছিল সাধারণ মানুষ। কারণ, রাজ্যের ৯০ শতাংশ মানুষেরই খাদ্যাভ্যাসের নিয়মিত অংশ হল মাছ। এরপর ত্রিপুরা সরকারের তরফে কেন্দ্র সরকারের কাছে একটি চিঠি পাঠানো হয়। এই চিঠিতে অনুরোধ করা হয়, আগরতলার আইসিপি’কে যেন এই তালিকার বাইরে রাখা হয়। রাজ্য সরকারের পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট মন্ত্রকের মন্ত্রীর সঙ্গে ফোনে কথাও বলেন। সূত্রের খবর, তারপরই আখাউড়া স্থলবন্দর থেকে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় কেন্দ্রীয় সরকারের তরফে। ফলে এখন থেকে আবার স্বাভাবিকভাবে মাছ আমদানি করা যাবে আখাউড়া সীমান্তের স্থল বন্দরের মাধ্যমে।