এবার এক ভারতীয় যুবক খুন হল বাংলাদেশে l বৃহস্পতিবার দক্ষিণ জেলার বিলোনীয়া মহকুমার ঋষ্যমুখ ব্লকের অধীন নলুয়া ভারত – বাংলাদেশ সীমান্তের ২৯ নং গেইট সংলগ্ন কাঁটাতারের ওপারে বাংলাদেশ ভুখন্ডে এক ভারতীয় যুবকের দেহ উদ্ধার হয়। মৃত যুবকের নাম আশিষ বৈদ্য ওরফে কালু, তার বয়স ৩৫ বছর । নলুয়া এলাকায় তার বাড়ি। সীমান্তের বাংলাদেশ ভূখন্ডে একটি ছড়ার মধ্যে তার দেহ পড়ে ছিল। ধারণা করা হচ্ছে, তাঁকে খুন করে দেহ ফেলে দেওয়া হয়েছে বাংলাদেশ ভূখণ্ডে।এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এখন ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।