বাইক চুরির ঘটনায় বড়সড় সাফল্য পেল আগরতলা পশ্চিম থানার পুলিশ। গত ২০ মে রাতে রামনগরস্থিত হরিজন কলোনি থেকে একটি বাইক চুরি হয়ে গিয়েছিল। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় থানায় একটি মামলা করেন বাইক মালিক। মামলা হাতে নিয়ে তদন্তে নামে পুলিশ। এরপর রবিবার রাতে চুরি যাওয়া বাইক সহ দুই বাংলাদেশি চোরকে আটক করতে সক্ষম হয় বি এস এফ ও পুলিশ। ঘটনার ১৬ থেকে ২০ ঘণ্টার মধ্যে চুরি যাওয়া বাইকটি উদ্ধার করে পুলিশ। ত্রিপুরার চুরি যাওয়া বিভিন্ন সামগ্রী সহজেই বাংলাদেশে পাচার হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। আটককৃতরা হল- মহম্মদ ঝুনু মিয়া এবং কালাম মিয়া।এখন ধৃতদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে বাংলাদেশের বাইক চোর চক্র সম্পর্কে নানা তথ্য জানা যাবে বলে এমনটাই জানিয়েছেন পুলিশ আধিকারিক