মঙ্গলবার জিরানিয়া থানার অন্তর্গত শচীন্দ্র লাল কলোনি এলাকায় বাজার থেকে বাইসাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে বাইসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পাকা ড্রেনে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় চন্দন দেবনাথ নামে ৪৫ বছরের এক ব্যক্তির।। বুধবার সকালে পথ চলতি মানুষ ড্রেনে মধ্যে তার মৃত দেহটি পড়ে থাকতে দেখে সঙ্গে সঙ্গে পরিবারের লোকজনদের খবর দেন।। ছুটে আসে জিরানিয়া থানার পুলিশ এবং মৃত দেহটি উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে আসে ময়না তদন্তের জন্য।।পরে চন্দন দেবনাথের মৃত দেহটি ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়।। হাসপাতালে চন্দন দেবনাথের এর মৃত দেহটি দেখতে পেয়ে কান্নায় ভেঙে পড়ে তার পরিবারের লোকজন।