বাড়ির লোকের অনুপস্থিতিতে চোরের দল নন্দন সাহার বাড়িতে হানা দিয়ে নগদ অর্থসহ মূল্যবান স্বর্ণালঙ্কার সহ মূল্যবান জিনিস নিয়ে পালিয়ে যায়, চোরের দল বাড়িতে প্রবেশ করে ঘরের দরজা ভেঙে পড়ে থাকা শোকেস সহ বিভিন্ন জিনিস দা এবং শাবল দিয়ে ভেঙে নগদ অর্থ সহ স্বর্ণালঙ্কা নিয়ে পালিয়ে যায়, বৃহস্পতিবার সকালে বাড়ির মালিকের কাছে ফোন আসে যে ওনার বাড়িতে চুরি হয়েছে সে ই খবর পেয়ে তড়িঘড়ি বাড়িতে ছুটে আসেন এবং দেখতে পান ঘরের ভিতরে সমস্ত জিনিসপত্র ভাঙ্গা এবং লন্ডভন্ড অবস্থায় রয়েছে তা দেখে হতবাক হয়ে পড়েন নন্দন সাহা সহ তার পরিবার, ঘটনা খবর দেওয়া হয় বিশালগড় থানায় বিশালগড় থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে চুরির মামলা হাতে নিয়ে একটি তদন্ত শুরু করে দিয়েছে।
সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে বাড়ির মালিক নন্দন সাহা জানান এই চুরি কান্ডের সাথে উনার স্ত্রী জড়িত তবে তার স্ত্রীর সঙ্গে আদালতে ডিভোর্সের চলছে সেই সুযোগকে কাজে লাগিয়ে তার স্ত্রী এই চুরি কান্ড সংঘটিত করেছি এবং ওনার স্ত্রীর সঙ্গে বড় ধরনের চুরির গ্যাং রয়েছে। বলে জানান স্বামী নন্দন সাহা